Friday, November 22, 2013

Tally.ERP 9 active and run



 প্রিয় বন্ধুরা ভাল আছেন নিশ্চয়। আগের টিউনে আমরা কিভাবে Tally.ERP 9 ইনস্টল করতে হয়। এ পর্বে আমরা দেখব কিভাবে Tally.ERP 9 active করতে হয়। 

অন্যান্য সকল প্রোগ্রামের মতো Tally ডেক্সটপ থেকে কিংবা স্টার্ট মেনু থেকে Tally রান কার জায়
Start >Programs> Tally.ERP 9 নির্বাচন করুন  আবার ডেস্কটপ থেকে Tally.ERP 9  শর্টকাটটিতে ডাবল-ক্লিক করুন 
 নিম্নরূপ স্ক্রিন প্রদর্শিত হবে












উপরোক্ত স্ক্রীন থেকে Active License ক্লিক করুন।  নিম্নরুপ স্ক্রীন প্রদর্শিত হবে।



-      Serial Number :  ফিল্ডে সিরিয়াল নাম্বার টাইপ করুন।
-      Activation Key:   ফিল্ডে Activation  নাম্বার টাইপ পরুন।
-      Email:   যে ই-মেইল দিয়ে ট্যালি এ্যাকটিভেট করতে চান তা টাইপ করুন।
-      পূনরায় ই-মেইল আইডি টাইপ করুন।

Tally. ERP 9 আপনার কম্পিউটারে internet connectivity search করবে। internet connectivity পাওয়া গেলে “ congratulations! Your Activation Request has been Processed”  ম্যাসেজ আসবে।


আবার  Enter  চাপ দিন। Tally. ERP 9 এ্যাকটিভেট হবে এবং নিম্নরুপ স্কীন পাওয়া যাবে।
 












আপনার  কম্পিউটারে ইন্টারনেট connectivity  না থাকলে নিম্নরুপ ম্যাসেজ আসবে।



Could not connect to the internet

Do you want to continue activation in offline mode?

                                Yes         or            No



এখান থেকে  Yes  নির্বাচন করুন।

Tally  “ Your Offline Activation Request file has been created Successfully.”  Massage  প্রদান করবে এবং যে ড্রাইভে Tally ইনস্টল করেছেন সে ড্রাইভে Tally. ERP 9 ফোল্ডার তৈরি হবে। ফোল্ডারে tally_req.lic লাইসেন্স ফাইল তৈরি হবে। এ ফাইলটি ব্যবহার করে লাইসেন্স এ্যাকটিভেট করা জাবে।


Tally.ERP 9 license active  না করেও Tally education মোডে কাজ করা যায়।


প্রিয় বন্ধুরা আমাদের Tally ইন্সটল এবং করার পদ্ধতি জানলাম। এগুলো অনুশিলন করেন আগামিতে আমরা Tally.ERP 9 এ কিভাবে accounts এর মূল কাজগুল শিখব.........
ভাল লাগলে মন্তব্য দিন।